ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কাহারোল উপজেলা প্রশাসনের পক্ষ হতে গত ১৭ জুন,২০১৪ তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং কম্পিউটার শিক্ষকগণের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার, কাহারোল, দিনাজপুর। তিনি জানান, দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি উপজেলায় উল্লেখযোগ্য ফ্রিল্যান্সার সৃষ্টির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন সম্ভব। তিনি ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এর উপকারিতা সম্পর্কে সকলকে অবগত করেন। ফ্রিল্যান্সিং এর বিকাশের নিমিত্ত কাহারোল উপজেলায় বিভিন্ন ভবিষ্যৎ পদক্ষেপের কথা উল্লেখ করেন। সভায় উপস্থিত শিক্ষকগণও বিভিন্ন মতামত ব্যক্ত করে আলোচনা সভাটিকে প্রাণবন্ত করে তোলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস