# | শিরোনাম | স্থান | কিভাবে যাওয়া যায় | যোগাযোগ |
---|---|---|---|---|
১ | কান্তজীউ মন্দির |
দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে ৬ মাইল পূর্বে দিনাজপুর-পঞ্চগড় সড়কের পশ্চিমে ঢেপা নদীর পাড়ে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত। |
দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে ৬ মাইল পূর্বে দিনাজপুর-পঞ্চগড় সড়কের পশ্চিমে ঢেপা নদীর পাড়ে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত।দিনাজপুর থেকে বাসযোগে যাওয়া যায়। |
0 |
২ | তেভাগা আন্দোলন ভাস্কর্য |
দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ভাস্কর্য এলাকায় সরারসরি বাসযোগে যাতায়াত করা যায়। |
||
৩ | দশমাইল মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ |
দিনাজপুর শহর থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই স্মৃতিসৌধ। শহর থেকে ৩০ মিনিট দূরে অবস্থিত এই স্মৃতিসৌধে বাসযোগে যাতায়াত করা যায়। |
||
৪ | নয়াবাদ মসজিদ |
দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে ৬ মাইল পূর্বে দিনাজপুর-পঞ্চগড় সড়কের পশ্চিমে ঢেপা নদীর পাড়ে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত।দিনাজপুর থেকে বাসযোগে যাওয়া যায়। |
0 |
|
৫ | সিঙারিগাও বদ্ধভূমি ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ |
দিনাজপুর শহর থেকে প্রায় ৩৫ কিলমিটার দূরে এই স্মৃতিসৌধটি। শহর থেকে কাহারোল উপজেলা পরিষদ পর্যন্ত বাসযোগে এবং সেখান থেকে আভ্যন্তরীন যাতায়তের যানবাহন দ্বারা এই স্মৃতিসৌধটি তে যাওয়া যায়। এ পর্যন্ত সরাসরি বাস যোগাযোগ নেই। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস