দিনাজপুর জেলার অন্তগত কাহারোল উপজেলার ছাত্রসমাজ থেকে শুরু করে সবস্তরের মানুষের মধ্যে খেলাধূলার প্রতি অসীম আগ্রহ রয়েছে। এখানে স্থানীয় প্রশাসনও খেলাধূলার বিস্তৃতি ঘটাতে সব সময় সচেষ্ট। ফলে বিভিন্ন সময় আন্তঃ উপজেলা টুনামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। ফলে এ উপজেলার বিশেষ করে ছাত্র সমাজ খেলাধূলার প্রতি আগ্রহ পায়, যা একটি সুস্থ্য জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
বাংলাদেশের অন্যান্য এলাকার মত কাহারোল উপজেলার অদিবাসীগণ খেলা প্রিয়। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলাধূলায় এখানকার মাঠগুলো সবসময় মুখরিত থাকে। কান্তজির মন্দির, নয়াবাদ মসজিদ, উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত ছোট শিশুপার্ক, লেক, পূনর্ভবা ও ঢেপা নদী বিনোদনের অন্যতম স্থান। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় সমগ্র কাহারোল বিনোদনের এক তীর্থভূমিতে পরিণত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS